নন্দীপাড়ায় দ্বিতীয় দিনের মতো চলছে অবৈধ উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নন্দীপাড়া থেকে ত্রিমোহনী পর্যন্ত খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম দ্বিতীয় দিনের মতো চলছে।

অভিযানের প্রথম দিন সোমবার খাল দখল করে জেলা প্রশাসনের নির্মিত ৭২টিসহ প্রায় দুই শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। এদিন অধিকাংশ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। আজ দ্বিতীয় দিনে নতুন করে উচ্ছেদ অভিযানের পাশাপাশি ভাঙা স্থাপনার মালামাল সরিয়ে নেওয়ার কাজ চলছে।

ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন নিজে উপস্থিত থেকে সোমবার খাল দখলমুক্ত অভিযান শুরু করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গতকাল এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। তিনটি বুলডোজার দিয়ে একযোগে অবৈধ স্থাপনা ভাঙা হয়।

নন্দীপাড়া খালে অবৈধ স্থাপনা সরাতে প্রায় অর্ধমাস সময় দিয়েছিল ডিএসসিসি। গতকাল পূর্ব ঘোষণা অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে। আগামীকাল বুধবারও এ অভিযান অব্যাহত থাকবে।