
নিজস্ব প্রতিবেদক : স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে।
শনিবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
গত ২৬ ডিসেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। দাবি আদায় না হলে আগামীকাল থেকে তারা আমরণ অনশন কর্মসূচিতে যাবেন বলে জানিয়েছেন।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় বলেন, গত ২৬ ডিসেম্বর থেকে আমাদের এই অবস্থান কর্মসূচি চলছে। আজ সারা দিন দেখব আশানুরূপ কোনো ফল না এলে আগামীকাল থেকে আমরা অনশন কর্মসূচিতে যাব।
ফেডারেশনের নেতারা জানান, বিভিন্ন স্তরে বর্তমানে দেশে ৭ হাজারের অধিক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় আছে। প্রতিষ্ঠানগুলোতে কর্মকরত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ ১৫ থেকে ২০ বছর বিনা বেতনে শিক্ষাদান করছেন।
ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করছেন। এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত শিক্ষক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।