নন এমিপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার দাবি

নিজস্ব প্রতিবেদক : নন এমিপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ফোরাম।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

তারা বলেন, ১ হাজার ৩৩৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৯০ হাজার শিক্ষক-কর্মচারী ১৫ থেকে ১৬ বছর ধরে ১০ লক্ষাধিক শিক্ষার্থীকে বিনা বেতনে শিক্ষা দিয়েছেন। দীর্ঘ ১৫ বছর বেতন-ভাতা না পাওয়ায় তাদের পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে।

তারা আরো বলেন, ননএমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা আদায়ের লক্ষ্যে ৫ বছরেরও অধিক সময় নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষক-কর্মচারী হতাহত হয়েছেন। নন-এমপিও শিক্ষক পরিবারগুলো সরকারের দিকে তাকিয়ে আছে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আপনি  বেতন-ভাতার ব্যবস্থা করে দিন।

বাংলাদেশ নন-এমপিও নিম্ন মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন, সহসভাপতি মো. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মো. মোকারম হোসেন, মো. বখতিয়ার উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।