নবাবগঞ্জে রয়েল সাইন্স স্কুলের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর): উৎসাহ, উদ্দীপনা ও উৎসবের আমেজের মধ্যে দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়ায় অবস্থিত রয়েল সাইন্স স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুই দিন ব্যাপী আরএসএস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫।
উক্ত খেলায় শিক্ষার্থীরা রয়েল লায়ন্স, রয়েল টাইগার, রয়েল রাইডার্স ও রয়েল থান্ডারস নামে ৪টি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুই দিন ব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষ দিনে শনিবার ফাইনাল ম্যাচে রয়েল লায়ন্স ও রয়েল রাইডার্সের মুখোমুখি খেলায় রয়েল রাইডার্স ১০ রানে বিজয়ী হয়। বিজয়ী ও রানার্সআপ দলকে প্রাইজমানি পুরস্কার তুলে দেন রয়েল সাইন্স স্কুলের উপদেষ্টা ওয়াহেদুজ্জামান আশিক ও প্রধান শিক্ষক গোলাম সরওয়ার।
খেলায়  ম্যান অব দ্য ফাইনাল হয়েছে আমানুল্লাহ আমান, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে ওয়াহেদুজ্জামান এবং সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছে নাবিল। জেড ওয়ান কন্সট্রাকশন এর সৌজন্যে তাদেরকে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এমন ভিন্নধর্মী কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।