নবীনগরের ইব্রাহিমপুরে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান: ভেঙে দেওয়া হলো অবৈধ ড্রেজার

আলমগীর হোসেন: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে কৃষিজমি কেটে অবৈধভাবে ড্রেজার চালিয়ে মাটি উত্তোলনের অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। রাতের অন্ধকারে প্রভাবশালী একটি চক্রের এ কার্যক্রমে নষ্ট হচ্ছিল উর্বর কৃষিজমি, ব্যাহত হচ্ছিল পরিবেশের ভারসাম্য এবং হুমকির মুখে পড়ছিল কৃষকের জীবিকা।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) জেলা প্রশাসক হঠাৎ ইব্রাহিমপুর এলাকায় সরেজমিনে অভিযান পরিচালনা করেন। এসময় তাঁর নির্দেশে ইউনিয়ন ভূমি কর্মকর্তা, মাঠকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অবৈধ ড্রেজার মেশিন, লম্বা পাইপলাইনসহ মাটি উত্তোলনের অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করেন।

অভিযানে স্থানীয়ভাবে ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে পরিচিত মোঃ বাসিরের মালিকানাধীন ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। একই সঙ্গে ওমানপ্রবাসী বাবুল মিয়ার বাড়ির পাশে মোঃ কাউছার মিয়া ও করিম মিয়ার মালিকানাধীন জমিতে ভেকু দিয়ে চলমান মাটি কাটার কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় কৃষক ও বাসিন্দারা জানান, এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে ইউনিয়ন ভূমি অফিস এবং এসিল্যান্ড অফিসের কিছু অসাধু কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে কৃষিজমি কাটার সুযোগ নিয়ে আসছে। রাতে গোপনে মাটি কেটে নেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে যায় তাদের কর্মকাণ্ড।

তারা আরও বলেন, নিয়মিত কৃষিজমি কাটার ফলে জমির প্রাকৃতিক গঠন নষ্ট হচ্ছে, ভূমির উচ্চতা পরিবর্তিত হওয়ায় পাকা ফসল ফলানো কঠিন হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে জমিতে পানি আটকে ফসল নষ্ট হচ্ছে, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ও মাটিক্ষয়ের মতো পরিবেশগত সংকট।

স্থানীয় কৃষক জুলহাস মিয়া বলেন, “আমাদের জমি বারবার কেটে নিয়ে যায়। ধানের জমি এখন প্রায় অনুপযোগী হয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে স্থায়ী নজরদারি ও কঠোর শাস্তি চাই।” আরেক কৃষক বলেন, “প্রভাবশালীরা সব ম্যানেজ করে নেয়। সাধারণ কৃষকের ক্ষতি হলেও কেউ শোনে না। আজকের অভিযানে আমরা কিছুটা স্বস্তি পেয়েছি।”

অভিযান শেষে জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, কৃষিজমি নষ্টের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, “যেই হোক, কেউ ছাড় পাবে না। কৃষিজমি রক্ষায় নিয়মিত পর্যবেক্ষণ ও অভিযান চলবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় স্থানীয় জনগণকে প্রশাসনের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।