নব্য জেএমবির এক সদস্যকে রাজধানীর রমনা এলাকা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নব্য জেএমবির সক্রিয় এক সদস্যকে রাজধানীর রমনা এলাকা থেকে  গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

গ্রেপ্তারকৃতের নাম ইয়াসিন বিন শহীদ ওরফে জোহেব। বৃহস্পতিবার পুলিশ এ তথ্য জানায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ইউসুফ রাইজিংবিডিকে জানান, বুধবার রাজধানীর রমনা থানার হলি ফ্যামিলি হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে শহীদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে  জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। শহীদ নতুন জেএমবির জন্য সদস্য সংগ্রহ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এ ছাড়াও তিনি রমনা এলাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলেন।