নব্য জেএমবির তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাভার জঙ্গি আস্তানা থেকে পলাতক নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

শুক্রবার রাতে সাভার ও লক্ষ্মীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-মনির হোসেন, তৌহিদুল ইসলাম ও কামাল হোসেন।

রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, ‘২৬ মে রাতে জঙ্গি আস্তানা সন্দেহে সাভারে নামাগেণ্ডা এলাকায় ছয়তলা একটি বাড়ি ঘেরাও করে কাউন্টার টেররিজম ইউনিট। সেখানে বিস্ফোরক পাওয়া গেলেও পালিয়ে যায় সন্দেহভাজন জঙ্গিরা।’