নরসিংদীতে ট্রাকচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

মজিবুর রহমান প্রধান, নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলখানার মোড় এলাকায় ট্রাকচাপায় এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক ওই নারীকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় ট্রাকটি জব্দ এবং চালককে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।