নরসিংদীতে ডাকাতি শেষে সময় গণপিটুনিতে এক ডাকাত সদস্য নিহত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে এক ডাকাত সদস্য নিহত হয়েছে।

বুধবার গভীর রাতে মাধবদী থানার বালুচর গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে মাধবদী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, বুধবার রাত দেড়টার দিকে ১৪-১৫ জন ডাকাত মাধবদী থানার আলগী গ্রামের এক বাড়িতে ডাকাতি করে। পরে ডাকাত দলটি বালুচর গ্রামের এক বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে মালামাল লুটে নেয়। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এক ডাকাতকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।পরে আটককৃত ডাকাতকে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।