নরসিংদীর বাড়িতে অভিযান শেষ

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে চিনিশপুর ইউনিয়নের গাবতলি এলাকার জঙ্গি সন্দেহে ঘিরে রাখা বাড়িতে র‌্যাবের অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে সেখানে অস্ত্র বা গোলাবারুদ পাওয়া যায়নি।

রোববার সকাল সোয়া ১০টায় অভিযান শুরু হয় এবং মাত্র ২০ মিনিটের মধ্যে সকাল ১০টা ৩৫ মিনিটে এ অভিযান শেষ হয়। এ সময় বাড়ির ভেতরে থাকা সন্দেহভাজন পাঁচজনকে বাড়ি থেকে বের করে আনে র‌্যাব।

তারা হলেন- মাসুদুর রহমান, আবু জাফর, মশিউর রহমান, নাসিকুল ইসলাম ও সালাউদ্দিন। র‌্যাব তাদের পাঁচজনকে আটক করে গাড়িতে তুলে ঢাকার দিকে নিয়ে যায়।

শনিবার বিকেল ৪টা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ ঘিরে রাখে দোতলা বাড়িটি।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সংবাদকর্মীদের বলেন, শনিবার রাত ১০টার দিকে ওই বাড়িতে জঙ্গি সন্দেহে আটক থাকা লোকদের স্বজনেরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা সহযোগিতা চাইলে তারাও আমাদের সহযোগিতা করেছেন। আমরা তাদের সহযোগিতা নিয়েই আজ সকাল ৯টা ২৫মিনিটে তাদের আত্মসমর্পণের কথা বলি। এতে তারা সম্মতি দিলে আমরা একে একে পাঁচজনকে বের করে নিয়ে এসেছি এবং আমাদের হেফাজতে নিয়েছি।

তিনি আরো জানান, র‌্যাব সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এ বাড়িটি ঘিরে রেখেছিল এবং র‌্যাবের কাছে তথ্য ছিল যে সিলেটের আতিয়া মহলের জঙ্গিদের সঙ্গে এ বাড়িতে বসবাসকারীদের যোগসাজস রয়েছে। যারা এখানে থাকার কথা তাদের অনেকেই নেই। আবার যারা আছে তাদের অনেকেই নতুন এসেছে। এখন আটককৃতদের সঙ্গে জঙ্গিদের কোনো যোগাযোগ আছে কি না তা এখনই বলা যাচ্ছে না। তবে বাড়িটি তল্লাশি করে কোনো অস্ত্র ও গোলা-বারুদ পাওয়া যায়নি।

আটককৃতদের স্বজনদের মধ্যে সাইদুর রহমান নামে এক অভিভাবক জানান, আটক আটক মাসুদুর রহমান তার ভাগনে। সে জামেয়া কাসেমিয়া মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। তার বাড়ি গাজীপুর বোর্ডবাজার এলাকায়। মাসুদুর রহমান তার ভগ্নিপতি আজহার ইবনে মাহফুজের গাবতলী এলাকার ভাড়া বাড়িতে থাকত। সে শনিবার বিকেল পৌনে ৪টায় বাসা থেকে বোনের কাছে প্রাইভেট পড়ার জন্য যাচ্ছে বলে বেরিয়ে যায়। ওই বাসায় থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর করা আবু জাফরের কাছে প্রাইভেট পড়ে। মশিউর রহমান নরসিংদী সরকারি কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র, নাসিকুল ইসলাম নরসিংদী সরকারি কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র এবং সালাউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র।

নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, র‌্যাবের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাকে কিছু জানানো হয়নি। তারা আমাকে আনুষ্ঠানিকভাবে অভিযান শেষের কথা জানালে পরে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে।