
জেলা প্রতিনিধিঃ নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আনসার আল ইসলামের সক্রিয় জঙ্গি সদস্য মো. ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব-১১।
এর আগে, গত বুধবার সোনারগাঁও থানার প্রেমের বাজার এলাকায় র্যাব-১১ এর একটি টিম অভিযান চালিয়ে জঙ্গি সদস্য মো. ফারুক আহমেদকে গ্রেপ্তার করা হয়।
ফারুক নরসিংদী জেলার মাদবদী থানার নুরালাপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।
সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর সিও ল্যাফটেনেন্ট কর্নেল তানভীর মাহামুদ পাশা জানান, গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে সেলের তালা ভেঙে দুষ্কৃতিকারীরা ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদি পালিয়ে যায়। এরপর থেকে র্যাব- ১১ পলাতক আসামিদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করে।