
নিজস্ব প্রতিবেদক : নর্থ সাউথ ইউনিভার্সিটির নিখোঁজ শিক্ষক মোবাশ্বার হাসান সিজার ফিরে এসেছেন।
নিখোঁজ হওয়ার ৪৪ দিন পর বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তিনি রাজধানীর দক্ষিণ বনশ্রীতে নিজের বাসায় ফিরে আসেন।
শুক্রবার সকালে মোবাশ্বারের বাবা মোতাহার হোসেন জানান, রাতে কে বা কারা সিজারকে বিমানবন্দর এলাকায় রেখে যায়। সেখান থেকে সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে বাসায় পৌঁছান তিনি। তাকে কারা, কোথায় নিয়ে গিয়েছিল সে ব্যাপারে তিনি বাসায় ফেরার পর কিছু বলেননি।
গত ৭ নভেম্বর বিকেল থেকে নিখোঁজ ছিলেন মোবাশ্বার হাসান সিজার। নিখোঁজ হওয়ার পর রাজধানীর খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তারা বাবা।
মোবাশ্বার বছর খানেক আগে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগে যোগ দেন। তিনি ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সে সময় তিনি বছর তিনেক একটি জাতীয় দৈনিক ও একটি অনলাইন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। এরপর যুক্তরাজ্যের ড্যান্ডি বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কয়েক বছর যুক্তরাজ্যে অবস্থান করার পর তিনি ঢাকায় ফিরে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামে যোগ দেন। বছর দেড়েক সেখানে কাজ করার পর তিনি অস্ট্রেলিয়ায় চলে যান। সেখানে গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।