ঝালকাঠি,প্রতিনিধি মো.মোছাদ্দেক বিল্লাহ: নলছিটিতে ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে এক যুবককে এক বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ দুপুরে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো: কামরুল হুদা নোমান হাওলাদার (২২) নামের যুবককে এক বছরের বিনাশ্রম সাজ প্রদান করেন। সাজাপ্রাপ্ত নোমান উপজেলার শিমুলতলা গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে।
জানাগেছে, নলছিটি উপজেলার স্কুল পড়ুয়া এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল নোমান। মেয়েটির পরিবারের করা অভিযোগে থানা পুলিশ যুবককে আটক করে ভ্রাম্যমান আদালেতে হাজির করলে ৫০৯ ধারায় অভিযুক্ত নোমানকে এ দন্ড দেয়া হয়।