আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। শুক্রবার দেশটির আদামাওয়া প্রদেশের মাদাগালি শহরে এ ঘটনা ঘটেছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, দুই নারী ব্যস্ততম একটি বাজারে তাদের সঙ্গে থাকা বোমাগুলোর বিস্ফোরণ ঘটিয়েছে। তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটিতে চরমপন্থী গোষ্ঠী বোকো হারামই মূলত এ ধরণের হামলা চালিয়ে থাকে।
জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা সা’দ বেলো জানান, হামলায় কমপক্ষে ৩৩জন আহত হয়েছে।
স্থানীয় কর্মকর্তা ইউসুফ মুহাম্মদ বলেন, ‘ক্রেতার বেশে দুই নারী বাজারের খাদ্যশস্য ও পুরাতন কাপড় বিক্রির জায়গায় যায়। সেখানে তারা সঙ্গে থাকা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।’
২০১৫ সালে মাদাগালি শহরটি বোকো হারামের কাছ থেকে পুর্নদখল করা হয়। এর আগেও শহরটিতে বেশ কয়েকবার আত্মঘাতী হামলা চালিয়েছিল এই সন্ত্রাসী গোষ্ঠীটি।