নাঈম-শাবনাজের সুখী দাম্পত্যের রহস্য!

বিনোদন ডেস্ক: “তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি তুমি কি আমায় বন্ধু কাল ভালবাসনি।” গানটি মনে করিয়ে দেয় চলচ্চিত্র জগতের নব্বই দশকের দর্শকনন্দিত জুটি নাইম-শাবনাজের কথা। কে জানত সেই গানের প্রেমিকযুগলই একদিন বাস্তবে ঘর বাধবে! ১৯৯৪ সালের ৫ অক্টোবর ভালোবেসে ঘর বাঁধেন তারা। আর দিব্যি ভালবেসে কাটিয়ে দিলেন ২৭ বছর। মিডিয়া জগতের দৃষ্টান্ত এই জুটির সম্পর্কের সফলতার কারণ জানার প্রবল আগ্রহ ভক্তদের।

হয়তো ভালবাসা নিয়ে টিপস দিতেই সম্প্রতি নিজের ফেসবুকে স্ত্রী শাবনাজের সাথে তার কিছু ছবি শেয়ার করে নাইম লিখলেন, ‘একান্ত আপন: নাগরিক জীবন বা গ্রামীণ জীবনে ব্যস্ততার কারণে আপনার সবচেয়ে কাছের মানুষ, যিনি আপনার পথ চেয়ে সবসময় বসে থাকেন।

আপনার সুখে-দুঃখে সবার আগে ঝাঁপিয়ে পড়ে তাকে সময় দিন। সে সময়টা শুধু একান্ত আপনাদের দুজনের হোক। সে ভালোবাসার মানুষ হোক বা স্ত্রী হোক তাকে বেশি বেশি করে সময় দিন। দেখবেন জীবন কত সুন্দর কত মধুময়। কারণ তিনিই আপনার বেস্ট ফ্রেন্ড।’

এক মাস আগে গত ৬ নভেম্বর রাতে তার হার্ট বাইপাস করা হয়। সুস্থ হয়ে বাসায় ফিরে পরিবারের সাথে সুন্দর সময় কাটাচ্ছন এই সাবেক অভিনেতা। নাঈম শাবনাজ জুটির প্রথম ছবি ‘চাঁদনী’। ১৯৯১ সালের ২ অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। সেই ছবিটি এত জনপ্রিয়তা পায় যে তারপর একসাথে ২০টির মত সিনেমায় অভিনয় করেন তারা। বর্তমানে করটিয়া জমিদার বাড়ির সন্তান নাঈম ব্যস্ত তার ব্যবসা নিয়ে এবং সহধর্মিনী শাবনাজ একজন পুরদস্তুর সংসারী গৃহবধূ।