নাকুগাঁও কাস্টমস স্টেশনের অংশীজনদের সাথে মত বিনিময় সভা

এসএম আজিজুল হাকিম শিমুল, নালিতাবাড়ী(শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে শনিবার সকালে নাকুগাঁও স্থলবন্দরে কাস্টমস স্টেশনের অংশীজনদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় সিনিয়র সচিব অভ্যন্তরীন সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড মো: নজিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-প্রধান মন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। বিশেষ অিিতথি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো: ফরিদ উদ্দিন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক গাজী মো: আলী আকবর, শেরপুর জেলা প্রশাসক ড: মল্লিক আনোয়ার, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো: সালাহ উদ্দিন শিকদার। অন্যান্য অতিথি হিসেবে-শেরপুর চেম্বার অব কমার্স এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মাসুদ মিয়া, নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: ফজলুল হক, স্থল বন্দর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, আমদানীর অসুবিধাগুলো আমরা শুনেছি। আমদানী রপ্তানী বাড়ানোর চেষ্টা করতে হবে। এই এলাকায় পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর উন্নয়নে অংশগ্রহন করতে হলে টাকা পয়সা দরকার। বিদেশ থেকে নাকে খদ দিয়ে টাকা আনতে হয়। তাই নিজেদের বাহুবলে দেশের উন্নয়ন করবো। শেরপুর জামালপুর মিলে অর্থনৈতিক জোন হচ্ছে। শিল্প স্থাপনের মাধ্যমে আমদানী রপ্তানী বৃদ্ধি করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকলের এগিয়ে আসতে হবে।
এনবিআরের চেয়ারম্যান মো: নজিবুর রহমান বলেন, এই স্থল বন্দর একটি সম্ভাবনাময় এলাকা। আমরা বিভিন্নভাবে বন্দর ব্যবসায়ীদের মতামত ও প্রস্তাব নিয়ে এই স্থলবন্দরকে আরো সমৃদ্ধ করতে চাই। আগামী মাসে ভারত থেকে উচ্চ পর্যায়ের একটি কাস্টমস প্রতিনিধি দল বাংলাদেশে আসবে আমরা তাদের সাথে আলোচনা করে ভারতের ডালু বন্দরের সাথে এই বন্দরের আরো ঘনিষ্ট সর্ম্পক করার চেষ্টা করবো।