
নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার বিকেলে পুলিশ ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। রাজধানীর নাখালপাড়ায় ফাতেমা বেগম (৬০) নামের এক নারী খুন হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পশ্চিম নাখালপাড়ার একটি ছয় তলা বাড়ির নিচতলা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, তাকে খুন করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’
রাইজিংবিডির ঢামেক হাসপাতাল প্রতিনিধি জানান, ওই নারীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ওই বাড়িতে তিনি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে থাকতেন। এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার পালিত হচ্ছে বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠান পালন করছে।