জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে করোনা হাসপাতালে (খানপুর ৩০০ শয্যা হাসপাতাল) গত দুইদিনে নতুন করে দুইজন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে হাসপাতালের মোট ৪৭ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলেন।
রোববার (৩ মে) বিকেলে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১ মে তিনি জানিয়েছিলেন ৪৫ জন স্বাস্থ্যকর্মীর আক্রান্ত হবার তথ্য।
ডা. সঞ্চয় বলেন, হাসপাতালের নতুন দুইজন স্বাস্থ্যকর্মীর আক্রান্ত হবার তথ্য রোববার এসেছে। এর আগে ৪৫ জন আক্রান্ত হবার তথ্য আসে। এ নিয়ে মোট ৪৭ জন স্বাস্থ্যকর্মী আমাদের এখানে আক্রান্ত হয়েছেন।
তবে এরমধ্যেও সুখবর আসছে জানিয়ে তিনি বলেন, আমাদের গাইনি বিভাগের চিকিৎসক ডা. মিনারা শিকদার করোনামুক্ত হয়েছেন। নিজে বাড়িতে থেকে আইসোলেশনে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়েছেন। তার ফলাফল নেগেটিভ এসেছে। এছাড়া হাসপাতালের তত্ত্বাবধায়কের পিএ সিদ্দিকুর রহমানেরও নেগেটিভ এসেছে। তবে একবার নেগেটিভ এলে আমরা নিশ্চিত করি না। আরেকবারের ফলাফল এলে নিশ্চিত হওয়া যাবে তারা সুস্থ হয়েছেন।