না’গঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

জেলা প্রতিবেদকঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ বন্দরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন হয়েছে। এ ঘটনায় বড়ভাই ইব্রাহীমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে বন্দরের মিনারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, পাশের বাড়ির আম গাছ থেকে আম চুরির পর বাড়িতে বিচার দিলে বড়ভাই ইব্রাহীম তার ভাতিজা মনসুরকে মারধর করেন। এতে ছুটে আসেন ছোটভাই আমজাদ। পরে আমজাদ এসে প্রতিবাদ করলে দুইভাই ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বড়ভাইয়ের দায়ের কোপ ছোটভাইয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।