
বিনোদন ডেস্ক : এ প্রসঙ্গে সুনীল বলেন, ‘আমি আমার বয়স অনুযায়ী বাবা বা কোনো অফিসার চরিত্রে অভিনয় করতে চাই। আমি গাছের চারপাশে ঘুরে নাচতে ও গাইতে চাই না। আমি বিশ্বাস করি, প্রত্যেক বয়সের মানুষেরই নিজস্ব সৌন্দর্য এবং আত্মবিশ্বাস রয়েছে যা তিনি নিজের মধ্যে বহন করেন। আমি আমার অভিনয় দক্ষতার ব্যাপারে আত্মবিশ্বাসী।’
নাচতে ও গাইতে আর রাজি নন বলিউডের জনপ্রিয় চিত্রনায়ক সুনীল শেঠি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ কথা বলেন তিনি।
৫৫ বছর বয়সি এ অভিনেতা অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পার করেছেন। যখন তিনি বলিউডে পা রাখেন তখন তিনি বিবাহিত ছিলেন। আর বিয়ের বিষয়টি স্বীকার করতে কখনো লজ্জাবোধ করেননি।
সুনীল আরো বলেন, ‘আমার সন্তানের বয়স ২৪ বছর। বলিউডে পা রাখার আগে আমি বিবাহিত ছিলাম। কিন্তু কখনোই আমি আমার স্বপ্নকে বিক্রি করিনি।’
গত ৩ বছর ধরে রুপালি পর্দার বাইরে রয়েছেন সুনীল। সম্প্রতি টেলিভিশন শোয়ের মাধ্যমে ফিরছেন তিনি। সিনেমা থেকে দূরে থাকা প্রসঙ্গে সুনীল বলেন, ‘আমি অনেকগুলো সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। কারণ কাজ করার মতো মানসিক অবস্থায় আমি নেই। যদিও আমার ম্যানেজার সব সময়ই সিনেমার প্রস্তাব নিয়ে আসে। কিন্তু বরাবরই তা ফিরিয়ে দিয়ে আসছি।’