
পিরোজপুর প্রতিনিধি : জেলার নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে সমীরণ মজুমদার (৪০) নামের এক স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
তিনি পশ্চিম বানিয়ারি গ্রামের শৈলেন্দু মজুমদারের ছেলে এবং পশ্চিম বানিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের পশ্চিম বানিয়ারি গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, রাতে সমীরণ দরজা খুলে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা সমীরণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। সমীরণের চিৎকার শুনে স্ত্রী স্বপ্না এগিয়ে এলে তাকেও কুপিয়ে যখম করে সন্ত্রাসীরা। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় ।
পরে স্থানীয়রা সমীরণকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টার দিকে তিনি মারা যান। আহত সমীরণের স্ত্রী স্বপ্না মজুমদারকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহামাদ মাইনুল হোসেন বলেন, আমি ঘটনাটা শোনার সঙ্গে সঙ্গে সেখানে যাই । কি কারণে ঘটনাটি ঘটেছে আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
নিহত স্কুলশিক্ষকের সংযুক্তা মজুমদার (৯) ও সুবিতা মজুমদার (৫) নামের দুটি কন্যা ও অপু মজুমদার নামের দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
ইতিমধ্যে পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।