নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভাদুরাই (৪০) নামের এক আদিবাসীর মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার হরিদা কলসি গ্রামে নিজ বাড়িতে এই দুর্ঘটনার শিকার হন ভাদুরাই।
ভাদুরাই ওই গ্রামের আদিবাসী সোনারাইয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ভাদুরাই তার নিজ ঘরে ফ্যানের সুইচ দেওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের কবলে পড়েন। পরে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলডাঙা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন


