নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় ভাতিজা আবু তালেবকে (৪৮) পিটিয়ে হত্যা করেছে তার চাচা ও চাচাতো ভাইয়েরা।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে। নিহত আবু তালেব বনপাড়া পৌরসভার কালিকাপুর গ্রামের আব্দুল আজিজ ওরফে আজির ছেলে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে আবু তালেব তার চাচা আজগর আলীকে ২০ হাজার টাকা ধার দেয়। দীর্ঘদিনেও সে টাকা পরিশোধ না করায় ইতিমধ্যে তাদের কয়েক দফা ঝগড়া হয়েছে। বুধবার দুপুরে আবু তালেব ফের টাকা চাইতে গেলে আজগর আলী ও তার ছেলে আনিস, মিন্টু ও রিপন তাকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে খুনিরা পালিয়ে যায়।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক দয়াল ব্যানার্জি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।