নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গার ব্রহ্মপুরে দরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার ১নং ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
নাটোর-নলডাঙ্গার আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এই কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ৬ হাজার দরিদ্র মানুষের মধ্যে এই চাল বিক্রি করা হবে।
কর্মসূচির শুরুতে ৮৫৩ জন উপকারভোগী এই চাল ক্রয় করেন। বছরের ৫ মাস সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল মাস এই চাল বিক্রির কর্মসূচি চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জাহান, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু প্রমুখ।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে নলডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতারণ করেন।