নাটোর প্রতিনিধি : নাটোরে চাঁদ আলী (৬২) নামে এক কয়েদি হৃদরোগে মারা গেছেন।
সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। চাঁদ আলী বড়াইগ্রাম উপজেলার চান্দাই নতুনপাড়া গ্রামের মৃত জয়নালী আবেদীনের ছেলে।
নাটোর জেলখানার ডেপুটি জেলার তোফায়েল আহমেদ খান বলেন, একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে চাঁদ আলী গত ৯ ডিসেম্বর জেলখানায় আসেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি বুকে ব্যাথা অনুভব করেন। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত ১১টা ১৫ মিনিটে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আবুল কালাম আজাদ বলেন, চিকিৎসারত অবস্থায় চাঁদ আলীর উচ্চ রক্তচাপ ছিল। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।


