নাটোরে চকতোকিয়া গ্রাম থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলার চকতোকিয়া গ্রাম থেকে নিরা ঢোলি (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই গ্রামের অধ্যাপক আবুল হোসেনের আম বাগান থেকে নিরা ঢোলির লাশ উদ্ধার করে পুলিশ। নিরা ঢোলি চকতোকিয়া গ্রামের মৃত সোষ্টি ঢোলির ছেলে।

বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, নিরা ঢোলি শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে বাজার যাওয়ার পর আর ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজা-খুঁজি করেও তাকে পায়নি।

পরে আজ সকালে এলাকাবাসী অধ্যাপক আবুল হোসেনের আম বাগানে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।