
নাটোর প্রতিনিধি : নাটোর শহরে চাঁদা আদায়ের সময় পিস্তল ও গুলিসহ আব্দুল কাদের (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে শহরতলির দত্তপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল কাদের সদর উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে দত্তপাড়া বাজারের একটি হোটেলে গিয়ে অস্ত্র ঠেকিয়ে ম্যানেজারের কাছে চাঁদা টাকা দাবি করে আব্দুল কাদের। এ সময় হোটেলের লোকজন টাকা দেওয়ার নাম করে কৌশলে তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি পাওয়া যায়। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।