নাটোর প্রতিনিধি : নাটোরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিম এই রায় ঘোষণা করেন। রায়ে আসামি জামাল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জামাল হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২১ মে ওই গৃহবধূকে ধর্ষণ করেন জামাল হোসেন। এ ঘটনায় ওই গৃহবধূ লালপুর থানায় শ্বশুরের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে জামালের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।