নাটোরে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরে সড়ক দুর্ঘটনায় সুমাইয়া খাতুন (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে।

এ সময় আহত হয়েছে একই পরিবারের অপর তিন সদস্য। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হমিদ জানান, দুপুরে নাটোর সদর উপজেলার ডালসড়ক এলাকায় একটি বাস একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অটোর যাত্রী সুমাইয়া নিহত হয়। আহত হয় তার বাবা-মাসহ পরিবারের আরো তিনজন।