নিজস্ব প্রতিবেদকঃ নাটোর-৪ শূন্য আসনে উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১১ অক্টোবর এই আসনে ভোট হবে।
বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সভা শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
তিনি বলেন, এই আসনে মনোনয়নপত্রজমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই-১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৪ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ১১ অক্টোবর।’
এই উপনির্বাচনে ব্যালটের মধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান ইসি সচিব। কোনো সিসি ক্যামেরা থাকবে না ভোটকেন্দ্রে।
উল্লেখ্য গত ৩০ আগস্ট বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য হয়।