
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক জেলা মুক্ত দিবস। মঙ্গলবার(০৬ ডিসেম্বর)সকালে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে জেলা প্রশাসন। লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খানের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে আলোচনা সভায় মিলিত হয়।লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অবসর প্রাপ্ত ক্যাপ্টেন আজিজুল ইসলাম বীর প্রতীক, জেলা মুক্তিযোদ্ধা সংসদরে কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা এসএম শফিকুল ইসলাম কানু প্রমুখ।এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্থরের মানুষ এসব অনুষ্ঠানে অংশ নেন।