নানার চিঠিতে শক্তি পেয়েছিঃ পরীমনি

ঢাকাই সিনেমার বহু আলোচিত নায়িকা পরীমনি গ্রেপ্তার এর ২৭ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছিল। আদালতে পরীমনিকে দেখতে গিয়েছিলেন তার নানা শামসুল হক গাজী, প্রথম দিকে কথা বা দেখা করার সুযোগ না পেলেও পরে সুযোগ পান। তখন তার নানা তাকে একটি চিঠি লিখে পাঠান।

সে চিঠি নিজের ফেসবুকে শেয়ার করেছেন পরী এবং ক্যাপশনে লিখেছেন, “একটা চিঠি” আমার সব শক্তির গল্প এখানেই……..। পরীকে দেওয়া চিঠিতে নানা লিখেছিলেন, ‘নানু, আমি ভালো আছি, কোনো চিন্তা করবানা তোমার সাথে শিগগিরই দেখা দিব।

কারাগারের ভিতর যখন পরীর অবস্থা নাজেহাল তখন এই চিঠি তাকে শক্তি দিয়েছে এবং অপেক্ষা করতে শিখিয়েছে বলে জানান নায়িকা।

তা ছাড়াও তিন বার রিমান্ডে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। কারাগারের জীবনযাপনে কষ্টের কথা জানান তিনি। অবশেষে আন্দোলন ও শিল্পী সমিতির বৈঠক অনুষ্ঠানের পর উচ্চ আদালতের আদেশে তার মামলার শুনানি শেষে তাকে মুক্তি দেন বিচারপতি।