নানা অপকর্মের হোতা শ্রীনগরে হোসেনখার অত্যাচারে অতীষ্ঠ গ্রামবাসী

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ নানা অপকর্মের হোতা হোসেনখার অত্যাচারে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সাধারন মানুষ অতিষ্ঠ হয়ে পরেছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে হোসেনখার নানা অপকর্মের শে^তপত্র। তার রয়েছে নিজস্ব শক্তি শালী সন্ত্রাসী বাহিনী। যে বাহিনীর ভয়ে নিরীহ গ্রামবাসী তার বিরুদ্ধে মুখ খুলতে সাহশ পায়না। সরেজমিনে অনুসন্ধানে জানা-গেছে, ছোট বেলা থেকেই নানা অপকর্মের সাথে জড়িত হোসেনখা চুরি, নারি-কেলেঙ্কারী, চাদা-বাজি, জুয়া, মাদক ব্যবসা, ভুমি আত্মসাৎ, হত্যা সহ এমন কোন অপরাধ মূলক কর্মকান্ড নেই, যার সাথে হোসেনখা জরিত নয়। ১৯৭২ সালের অক্টোবর মাসে মেঝেক শেখের গরু চুরি করে সাপের চর হাটে বিক্রি করতে যায় হোসেনখা। জনতার হাতে ধরা পরার পর তাকে গন পিটুনি দিয়ে ছেরে দেয়। এরপর ১৯৭৩ সালে যৌন পিপাসু হোসেনের কু-দৃষ্টি পরে, ষোলঘর ইউনিয়নের ডেগদত্তের স্কুল পড়–য়া মেয়ে দিপালীর উপর। যৌন লালশা পুরনের জন্য গরিব অসহায় দিপালীর সাথে গড়ে তুলে গভির প্রেমের সম্পর্ক। একপর্যায়ে দিপালীকে ফুসলিয়ে এলাকা থেকে উধাও হয় সে। প্রায় ১০/১২ দিন পর মেয়েটিকে নিয়ে এলাকায় ফিরে আসেন হোসেন খা। অসহায় সংখ্যালঘূ দিপালীর পরিবারটি, হোসেনখা ও তার পালিত সন্ত্রাসী বাহিনীর ভয়ে মুখ খুলতে সাহশ পায়নি। স্থানীয় রানু বেগম জানায়, তার মৃত-স্বামী-সুলতানের সরকারী চাকুরির পেনসনের সম্পূর্ন টাকা সু-কৌশলে আতœসাৎ করেন এই হোসেন খা। এছারাও ১৯৯৭/৯৮ সালে হোসেনখা ও তার ছোট ভাই হাসান, একই এলাকার সুলতান হত্যা মামলার আসামী ছিলেন । এছারাও কয়েক বছর আগে, সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোসেনখা তার আপন বড়ভাই আবুলখাসহ তার স্ত্রী ও ২ মেয়েকে বেধম মার পিট করেন। পরবর্তিতে আবুলখার পরিবার হেসেনের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি সাধারন ডায়েরী করে ছিলেন। একই গ্রামের নুর-মোহাম্মদের স্ত্রী জানায়, কয়েক বছর পূর্বে বিপদে পরে সে হোসেনখার কাছ থেকে ৩০ হাজার টাকা সুদে এনে ছিলেন। সুদ-আসলের টাকা সময় মত দিতে না পারায়। হোসেন খা তাদের কাছ থেকে জোর পূর্বক ৪২ শতাংশ জমি লিখিয়ে নেয়। নয়াপাড়া গ্রামের ভ‚ক্তভোগী আরাফাত আলী শেখ জানায়, হোসেনখার কাছ থেকে তিনি ১ লাখ টাকা সুদে নিয়ে ছিলেন। সুদ-আসলের সম্পূর্ন টাকা সময় মত দিতে না পারার কারনে, গত ইংরেজি ২০০০ সালে হোসেনখা তার সন্ত্রাসী বাহিনী সাথে নিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে তার বসত ভিটা জোর পূর্বক লিখিয়ে নেয়। ষোলঘরের কেয়ট খালী গ্রামে বসবাসরত হোসেনখার আপন ছোট চাচা আব্দুল খান ওরফে ইঞ্জিল খান। কয়েক বছর পূর্বে আব্দুলখা ভাতিজা হোসেনকে তার বসত বাড়িতে থাকতে দেয়। সুযোগ বুঝে হোসেনখা জাল-জালিয়াতি করে উক্ত বসত ভিটা গ্রাস করে কবজা করে নেয়। শেষ পর্যন্ত এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ সালিশ করে পূনরায় আব্দুলখার বাড়ি ফিরিয়ে দিয়ে হোসেনখাকে বাড়ি থেকে তারিয়ে দেয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানায়, গত ২ বছর পূর্বে হোসেনখার অপকর্মের হাল ধরতে শুরু করেছে তারই কু-পুত্র দোলন। হোসেনখার মতো একই ষ্টাইলে তার কু-পুত্র দোলন, সাতগাও জামে মসজিদের ঈমাম সাহেবের মেয়ের সর্বনাশ করেছে। প্রেমের প্রলোভন দেখিয়ে ঈমাম সাহেবের মেয়েকে ফুসলিয়ে অপরিচিত এলাকায় নিয়ে যায়। বেশ কয়েক দিন পর মেয়েটিকে নিয়ে এলাকায় ফিরে আসে। এখনও থেমে নেই হোসেনখার অপকর্ম, প্রতিদিন তার মুদি-দোকানে চলে গভির রাত পর্যন্ত জুয়ার আসর। তার কারনে গরীব অসহায় মানুষ গুলো সর্ব সান্ত হয়ে পথে বসেেেছ। গত ইংরেজি ১৫ মে হোসেনখা তার সংঘবদ্ধ চোর সিন্ডিকেট নিয়ে এলাকার নয়াপাড়া পশ্চিম জামে মসজিদের পুকুরের মাছ চুরির দায়ে হোসেনখা ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ আদালতে একটি সি আর মামলা দায়ের হয়েছে। যাহার মামলানং-১০২/১৭,ধারাঃ ৪৪৭/৩৭৯/৩৪ । মসজিদের পুকুরে মাছ চুরির ঘটনায় উপজেলা মৎস্য অফিসের স্বাক্ষী দিতে যাওয়ার সময়। হোসেনখার দোকানের সামনের রাস্তায় নুরুল ইসলামকে একা পেয়ে। হোসেনখা ও তার ভাই আজিমখা লোকজন নিয়ে নুরুল ইসলামকে বেধর মার পিট করেন। এব্যপারে গত ইংরেজি ৮ নভেম্বর শ্রীনগর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। যাহার ডায়েরী নং-৩৫০। ভ‚ক্তভোগী সাধারন এলাকাবাসীর দাবী হোসেনখার নানা অপকর্মের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের সরেজমিনে তদারকি হওয়া একান্ত প্রয়োজন বলে মনে করেন সুধী সমাজ।