ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সজিবুর রহমান সজীব (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বরুনডি-নয়াডিঙ্গি এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীবের বাড়ি ধামরাই উপজেলার তোরবরাইল এলাকায়। সে ওই এলাকার মো.সাইদুর রহমানের ছেলে। পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, সজীবের নানি দুদিন হলো তাদের বাড়িতে বেড়াতে এসেছেন। নাতি সজিবের কাছে বৃদ্ধা নানির বায়না করেছিল তার পছন্দের মাছ পদ্মা নদীর ইলিশ এনে দেওয়ার জন্য।
নানির সেই বায়না পূরণ করতে নাতি সজিবুর রহমান সজীব তার বন্ধু আলীর সঙ্গে কথা বলে নিজ মোটরসাইকেলে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার জাফরগঞ্জ এলাকায় রওনা হয়। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়।
খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশ তার নিজ বাড়িতে নিয়ে যায়।
সজীবের বাবা মোহাম্মদ সাইদুর রহমান বলেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন, আমি তার আত্মার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।


