
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাতের বিরুদ্ধে ঋণ জালিয়াতিসহ ব্যাংকে খাতের লুটপাটের বিস্তর অভিযোগ রয়েছে। এবার তার বিরুদ্ধে গুলশান আবাসিক এলাকায় প্রভাব খাটিয়ে বাণিজ্যিক ভবন নির্মাণ করে নাবালক সন্তানের নামে হেবা করার অভিযোগ রয়েছে। অতঃপর নানা প্রক্রিয়ায় ব্যাংক থেকে ৭১ কোটি টাকা উত্তোলন করে তার মানিলন্ডারিংয়ের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ ঘটনায় চৌধুরী নাফিজ সারাফাত, তার স্ত্রী-সন্তান, সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ ১০ বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে সংস্থাটি। বুধবার (১৬ জুলাই) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিন ডিএমপির গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন অর রশীদের সহযোগী জাহাঙ্গীরের বিরুদ্ধে সাড়ে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে।
আর সাড়ে ৭ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৬৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে নওগাঁ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক।