মাদারীপুর প্রতিনিধি : কাওকান্দি- শিমুলিয়া নৌরুটে নাব্য সংকটে কোনো স্থায়ী সমাধান নেই বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আচমত আলী খান ফাউন্ডেশন ও তায়েবা মেডিক্যাল সেন্টারের উদ্যোগে ঠোঁটকাটা, তালুকাটা রোগিদের বিনামূল্যে চিকিৎসা শিবির উদ্বোধন শেষে নৌমন্ত্রী একথা বলেন।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আরো বলেন, নদী থাকলে সেখানে ভরাট হবে, সেটা সংস্কার করতে হবে এবং সেই সংস্কারগুলো প্রতিনিয়িতই করতে হয়। এতে কাওড়াকান্দি নৌরুটের দূরত্ব ছয় কিলোমিটার কমবে। ফেরি পারাপারে সময় লাগবে মাত্র ৪০ মিনিট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ প্রশাসক মো. মিয়াজউদ্দিন খান, গণচীনের রাষ্ট্রদূত মা মিং কুইং,মাদারীপুর জেলা প্রশাসক কালাম উদ্দিন বিশ্বাস, মাদারীপুর পুলিশ সুপার সরোয়ার হোসেন, মাদারীপুর সিভিল সার্জন ডা. দিলিপ কুমার দাস প্রমুখ।
নৌমন্ত্রী এ সময় বলেন, খুব শিগগির কাওড়াকান্দি ফেরিঘাট সরিয়ে নেওয়া হবে।