নারায়ণগঞ্জে এনসিপির পদযাত্রায় মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

মুন্সিগঞ্জের পদযাত্রা শেষ করে জাতীয় নাগিরক পার্টির (এনসিপি) নেতারা নারায়ণগঞ্জে প্রবেশ করেছেন। শুক্রবার বিকাল ৩টার দিকে তারা নারায়ণগঞ্জে প্রবেশ করেন। এদিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে এনসিপির নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।

নগরীর নিতাইগঞ্জ পায়রা চত্বরে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে তারা পদযাত্রায় বের হয়েছেন।

এ সময় মিছিল থেকে মুজিববাদ মুর্দাবাদ, একটা একটা লীগ ধর, সকাল বিকাল নাস্তা কর, একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ইত্যাদি স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন।

বিকাল ৪টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা পায়রা কনভেনশন সেন্টার থেকে বের হয়ে পদযাত্রা শুরু করেন।

এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সার্জিস আলমসহ কেন্দ্রীয় নেতারা মিছিলের পদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতারা সঙ্গে রয়েছেন।