নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিসিক শিল্পাঞ্চলের এম এস ড্রাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—কারখানার শ্রমিক আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।
বিস্ফোরণের পর সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। বর্তমানে তারা ইনস্টিটিউটটির জরুরি বিভাগে চিকিৎসাধীন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সবার অবস্থাই গুরুতর। সকালের দিকে নারায়ণগঞ্জ থেকে ছয়জন দগ্ধ অবস্থায় আমাদের এখানে আনা হয়েছে। তাদের মধ্যে কার শরীরে কত শতাংশ পুড়েছে তা এখনো নির্ধারণ করা হয়নি।
জানা গেছে, সকালে কারখানাটির নিচতলার বয়লার রুমে কাজ করছিলেন শ্রমিকেরা। সকাল সাড়ে ৮টার দিকে গ্যাস লাইনে লিকেজ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে, এতে ওই ছয়জনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
বিস্ফোরণের পর আশপাশের শ্রমিকরা আতঙ্কে বাইরে ছুটে যান। দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বয়লার রুমের ভেতরে থাকা শ্রমিকরা মারাত্মকভাবে দগ্ধ হন।


