নারায়ণগঞ্জে দুই নারী ও শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি বড়বাড়ি এলাকার একটি পুকুর থেকে দুইজন নারী ও এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, শুক্রবার দুপুরে মিজমিজি এলাকার ওই পুকুরে বস্তাবন্দী খণ্ড-বিখণ্ড মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

এদিকে থানা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। দলটি ঘটনার তদন্ত ও নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে।