নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বালুভর্তি বাল্কহেড ডুবে গেছে। এই ঘটনায় বাল্কহেডের দুইজন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি বেসরকারি ডগ ইয়ার্ডের ঘাটে সামনে এই দুর্ঘটনা ঘটে।
নৌ পুলিশের পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, বাল্কহেডটি নদীতে থামানো অবস্থায় ছিল। এ সময় ঢাকামুখী সুন্দরবন-১৬ যাত্রীবাহী একটি লঞ্চ বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বাল্কহেডের তিনজন শ্রমিক সাঁতের তীরে উঠতে পারলেও দুইজন নিখোঁজ হন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।


