বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ বন্দর থানা সোনাচরা এলাকায় চোর আখ্যায়িত করে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
২৪ নভেম্বর ২০২৫ইং সোমবার ভোর রাতে সোনাচরা এলাকায় সাবেক আওয়ামী চেয়ারম্যান এম এ রসিদ।
এর মেজো ভাই মেজবাহ উদ্দিন ওরফে (মেছের)বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান রাতে পারভেজ(৩৬) রাজমিস্ত্রি কে ডেকে আনে মেছেরের ছেলে মাহিন পরে চোর আখ্যা দিয়ে সারারাত হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্যাতনের এক পর্যায় মাটিতে লুটিয়ে পড়ে যায় পানি খেতে চেয়েছিলো মৃত সময পানি ও দেওয়া হয় নাই।
নিহত পারভেজের স্ত্রী খাজিদা বলেন আমার স্বামীকে বাড়ি থেকে ডেকে এনে চোর আখ্যা দিয়ে সারারাত হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে মেরে ফেলেছে পানি খেতে চেয়েছিল পানিও দেয় নাই আমার স্বামীকে। আমি এই হত্যাকান্ডের বিচার চাই প্রশাসনের কাছে।
সকাল ৭ টায় পুলিশ এসে লাশ পোস্টমর্টেম জন্য মেডিকেলে প্রেরণ করেন।
বন্দর থানা অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত হোসেন জানান বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছি আসামিদের গ্রেফতারের আইনি প্রক্রিয়া দিন রয়েছে।


