নারায়ণগঞ্জেও নতুন বছরে নতুন বই উৎসব পালন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : সারা দেশের মত নারায়ণগঞ্জেও বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ ও বই উৎসব পালন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার মধ্যে চার লাখ ২০ হাজার ৩৩৮ শিক্ষার্থীর মাঝে ১৭ লাখ নতুন বই বিতরণ করা হয়।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুলে জেলা প্রশাসক রাব্বি মিয়া শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।

এদিকে ফতুল্লার আলীগঞ্জ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের তিন হাজার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করে বই উৎসব পালন করা হয়।

এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাউছার আহম্মেদ পলাশ ও ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর সাত্তারসহ অন্যরা।