
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : গ্রেফতারকৃতরা হলেন : জান্নাতুল নাইম ওরফে মিতু(১৯), তার দুই সহযোগী মেহেদী হাসান ওরফে মাসুদ(২২) ও আকবর হোসেন সুমন(৩০)। তাদের কাছ থেকে উগ্রবাদি জিহাদী বই এবং লিফলেটও উদ্ধার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বন্দর থানার সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে জেএমবি’র এই তিন সদস্যকে গ্রেফতার করা হয়। আজ বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের সদর দফতরে র্যাব-১১ এর সিও ল্যাফটেনেন্ট কর্নেল মোঃ কামরুল হাসান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২ এপ্রিল সোনারগাঁওয়ের বাসিন্দা মো. নূরুল ইসলাম র্যাবের কার্যালয়ে এসে অভিযোগ করেন- তার মেয়ে জান্নাতুল নাইম ওরফে মিতু দুই বছরের শিশু সন্তান রোজাকে নিয়ে জঙ্গি সংগঠনে যোগ দিতে বাড়ি ছেড়ে চলে গেছে। এ অভিযোগের পর মিতুকে নজরদারিতে রাখে র্যাব । মিতু প্রথমে বাড়ি ছেড়ে চট্টগ্রামে চলে যায়। সেখান থেকে তার সহযোগীদের নিয়ে নারায়ণগঞ্জে ফের জঙ্গি সদস্য সংগ্রহ করতে আসে। মিতুকে জঙ্গিবাদে সম্পৃক্ত হতে প্ররোচিত করে মেহেদী হাসান ওরফে মাসুদ ও আকবর হোসেন সুমন। পরে মিতু তার স্বামীকে ছেড়ে সন্তানকে নিয়ে জঙ্গিবাদে যোগ দেয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।