নারায়ণগঞ্জের বন্দর থানার শীর্ষ সন্ত্রাসী বল্টু আমজাদকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দর থানার শীর্ষ সন্ত্রাসী বল্টু আমজাদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার বেলা ১১টায় তাকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, সন্ত্রাসী আমজাদ হোসেন এলাহী বল্টু আমজাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র রাখার অভিযোগসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। তাকে রোববার বন্দর উপজেলার দেউলী বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে বন্দর থানার সন্ত্রাসী তালিকার ছয় নম্বর আসামি।

তিনি জানান, আজ দেউলী বটতলা এলাকার ভাড়াটিয়া এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করে বল্টু আমজাদ। ওই তরণীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে বল্টু আমজাদকে ধরে ডিবি পুলিশে খবর দেয়। ডিবি পুলিশ এসে তাকে আটক করে বন্দর থানায় সোপর্দ করে। ধর্ষণ চেষ্টার ঘটনায় ওই তরুণী বাদী হয়ে আরো একটি মামলা করেছেন বলে জানান তিনি।