নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের পাইকপাড়ায় একটি জঙ্গি আস্তানায় অভিযানে গুলশানে হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরীসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার সকালে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল ঢাকা থেকে গিয়ে পাইকপাড়ার বড় কবরস্থানের পাশের একটি তিনতলা ভবনে এ অভিযান শুরু করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রথমে বলা হয়েছিলো অভিযানে চারজন নিহত হয়েছে। অভিযান শেষে তামিমসহ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
এ বিষয়ে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, ‘অভিযান শেষে পুলিশ ওই ভবনে ঢুকে দেখে সেখানে তিনজন জঙ্গির মৃতদেহ পড়ে আছে। তাদের মধ্যে একজনের চেহারা আমাদের কাছে জঙ্গি মাস্টারমাইন্ড তামিম চৌধুরীর যে ছবি আছে, তার সঙ্গে হুবহু মিল যায়। এতে স্পষ্ট যে, সেই হচ্ছেন নিউ জেএমবির প্রধান নেতা তামিম চৌধুরী।’
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘নিহতদের মধ্যে একজনের চেহারার সঙ্গে গুলশানে জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরীর চেহারার মিল রয়েছে।’
অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘শনিবার ভোর থেকেই তিনতলা ভবনটি ঘিরে রাখা হয়। অভিযানের বিষয়টি বুঝতে পেরে ভবন থেকে গুলি ছোড়ে জঙ্গিরা। এক পর্যায়ে ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। জঙ্গিরা তাদের কাছে থাকা নথিপত্র পুড়িয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির আশপাশে কাউকে যেতে দেয়া হচ্ছে না। ভবনের দিকে যাওয়ার সড়কও বন্ধ করে দেয়া হয়েছে।’
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মাঈনুল হক বলেন, ‘গ্রেপ্তারকৃত এক জেএমবি সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।’