নারায়ণগঞ্জে জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যকে আটক

আটক

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। বুধবার সকালে র‌্যাব সদর দপ্তর থেকে জানানো হয়, আটককৃতদের কাছ থেকে উস্কানিমূলক বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন পলাতক থেকে জেএমবিকে সংগঠিত করার চেষ্টা করে আসছিল।