নারায়ণগঞ্জে জামায়াতের আমিরসহ নয়জনকে গ্রেফতার

গ্রেফতার

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে মহানগর জামায়াতের আমির মাওলানা মাঈন উদ্দিনসহ নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ককটেল-আতশবাজিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের হাজিগঞ্জের মাওলানা মাঈন উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মহানগর জামায়াত ইসলামের আমির মাওলানা মাঈন উদ্দিন, জামায়াত নেতা আনোয়ার হোসেন, রাশেদ বেপারী, আলমগীর হোসেন, আল আমিন, শহিদুল ইসলাম, হারুন অর রশিদ, জয়নাল ও জাকির হোসেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুজ্জামান বলেন, মহানগর জামায়াতের আমির মাঈন উদ্দিনের বাড়িতে সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনা করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাঈন উদ্দিনসহ নয়জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল, সাতটি আতশবাজি, ১২টি লোহার রড ও ছয়টি জিহাদি বই উদ্ধার করা হয়।