
চাঁদার টাকা না পেয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানায় ডিবি পুলিশ পরিচয়ে হামলা করেছে একদল সশস্ত্র যুবক।
এ ঘটনায় কারখানার পাঁচজন শ্রমিক আহত হন। এ সময় খবর পেয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশ।
শুক্রবার (১৮ মার্চ) বিকেলে ফতুল্লার চাঁদ নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ফতুল্লার চাঁদ নিট কম্পোজিট কারখানার প্রধান ফটকে হামলা করে একদল সশস্ত্র যুবক। নিরাপত্তারক্ষী ও শ্রমিকরা বাধা দিলে তাদের পিটিয়ে জখম করে তারা। এ ছাড়াও আহত হন আরও পাঁচ শ্রমিক।
পরে ডিবি পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ি থেকে ৮ থেকে ১০ জনের একটি দল জোর করে কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে শাহাদাৎ হোসেন বাচ্চু, সুলতান মাহমুদ ও মীর সাজু নামের তিনজনকে হাতেনাতে আটক করে।
কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, গত কয়েকদিন ধরে বাচ্চু ও তার লোকজন ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। এর ধারাবাহিকতায় তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন চাঁদ নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম জনি।
জড়িতদের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা।