নারায়ণগঞ্জে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের দুই দিন পর সাদিয়া নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে কৃষ্ণপুরা এলাকার একটি পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, শিবপুর গ্রামের জহিরুলের দ্বিতীয় স্ত্রী আয়েশা তার চার বছরের শিশুকন্যা সাদিয়াকে নিয়ে কৃষ্ণপুরা গ্রামের মুরাদের বাড়িতে ভাড়া থাকেন। শনিবার সকাল থেকে সাদিয়া নিখোঁজ ছিল।

সোমবার বিকেলে সাদিয়ার লাশ ভাসতে পুকুরে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, নিখোঁজের ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। ময়নাতদন্তের পর প্রকৃত রহস্য জানা যাবে।