নারায়ণগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে জোনায়েদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার মাহমদুপুর ইউনিয়নের মরদাসাদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জোনায়েদ ওই গ্রামের ছগির আহমেদের ছেলে।

জানা গেছে, জোনায়েদ সকাল থেকে নিখোঁজ ছিল। অনেক খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুর ১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে স্বজনরা ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।